শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতার প্রতি নওগাঁ পুলিশ সুপারের শ্রদ্ধা-ভোরের কণ্ঠ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টার,নওগা / ৬১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি নওগাঁ পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে! জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক! এই বাংলায়, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা…।

২৬ শে মার্চ (শুক্রবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, নওগাঁ জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব আব্দুল মান্নান মিয়া বিপিএম বার পিপিএম পুলিশ সুপার নওগাঁ মহোদয়।

পুলিশ সুপার নওগাঁ মহোদয় আজ সকালে নওগাঁ নগরীর ডিসির, বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এছাড়াও বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) নওগাঁ, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি) নওগাঁ,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) নওগাঁ,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) নওগাঁ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নওগাঁ, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল ) নওগাঁ, এবং পিপিএম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নওগাঁ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর