সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের জমানো পানিতে ডুবে সুমাইয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামের বক্কার আলীর মেয়ে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলচতল গ্রামের পূর্ব পাশেই যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একই গ্রামের ফারুক ও তার সহযোগিরা। কিন্তু বালুতে জমানো পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় আশপাশের অন্তত ১২ টি বাড়ির উঠোন ডুবে যায়। ওই জমানো পানিতেই শিশুটি ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই দিন বেলা ১২টায় ওই বালু পয়েণ্টের ড্রেজার মালিক আব্দুল বারিকে ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।