শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

ভারতের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা সিরাজগঞ্জে আটক-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৬৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ভারতের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মিয়েনমার সিত্তে(আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং সিদ্ধিপানপাড়া গ্রামের সিকেন্দার হোসেনের ছেলে বেলাল হোসেন(৪৬),তার স্ত্রী ইয়াছমিন খাতুন(২৭),মুংডু থানার বুসিডং রাইমাসিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াজ হোসেন(১৯),তাদের সাথে ৩ বছরের ও ১ বছর ৯ মাসের দুইজন শিশুছিলো।

বুধবার ২৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানি কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান মঙ্গলবার রাতে ঘুরকা বেলতলা বাজার এলাকায় আটককৃতদের চলাফেরা সন্দেহজনক মনে হলে টহলরত র‍্যাবের সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারা স্বীকার করেন তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর