সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আগুন লেগে তিনটি গরু পুরে ছাই ও একটি গরু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ী গ্ৰামের বাহেছ আলী মন্ডলের ছেলে আঃ মান্নানের (৩৫) বাড়িতে ঘটেছে। তার গোয়াল ঘরে আগুন লেগে ৬ টি গরুর মধ্যে ৩ টি পুড়ে মারা গেছে এবং দগ্ধ হওয়া গরুটি জবাই করা হয়। এছাড়াও বড় একটি টিনের ঘর ও বারান্দা পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল ২২মার্চ সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গরুর মালিক আঃ মান্নান বলে, কেবলি শুয়ে পরছি, ঘুমাই নাই, গোইল ঘরে গরুর লাফালাফি এবং টিনের ডগ ডগ শব্দ পাইয়া দৌড়ে গিয়া দেখি আগুন লেগেছে। আগুন নিভাতে আশে পাশের লোকজন এগিয়ে আসলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে কাজিপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় রাত্রীতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বস্তাবায়ন কর্মকর্তা একে,এম শাহ আলম মোল্লা ঘটনাস্থলে ছুটে যান।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কাজিপুর উপজেলা সহকারি কমিশনার এবিএম আরিফুল ইসলাম। খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, আমার প্রতিনিধিকে সেখানে পরিদর্শণ করতে পাঠাই।
৪টি গরুর বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা । গরুর মালিক আব্দুল মান্নানের পুড়ে মারা যাওয়া গরুর মধ্যে তিনটি ষাড় একটি গাভী। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই ভান্ডেল টিন ও ৬ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত।