সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন (৫২) এর মৃত্যু হয়েছে।
রোববার ২১ মার্চ বিকেলবেলার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্ট যমুনানদীর তীর ব্লক ও নদীর পানির মাঝে হতে ফারহানা নাজনীনের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফাকে- স্থানীয়রা জানান,দুপুরের বেলা ওই ফারজানা নাজনীন হার্ডপয়েন্ট এলাকায় আসেন, তিনি সম্ভবত অসুস্থতাবোধ করছিলেন। তারপর তিনি নদীর পাড়ে গিয়ে নিজের মাথায় পানি দিতে গিয়ে হঠাৎ পড়ে পানিতে তলিয়ে যান । পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ বলেন, তিনি বেশ কিছু দিন ধরে মানসিক বিপর্যস্ত ছিলেন । তিনি সকালে অফিসে এসে দুপুরের পর চলে যান আর অফিসে আসেন নি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেদ আলী জানান, আমি ওনাকে দায়িত্বে রেখে, ছুটিতে আমি ঢাকায় ছিলাম।এ দূর্ঘটনার খবর শুনে সিরাজগঞ্জ চলে আসি। ফারহানা নাজনীনের স্বামী জাকির হোসেন জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ানামক মানসিক রুগী ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে কারন জানিনা পুলিশের ও তার সহকর্মীদের কাছ থেক খবর পেয়ে সিরাজগঞ্জে তার মরদেহ নিতে এসেছি।