রাজশাহীর তানোর থানায় জিআর মামলায় পলাতক ৬জন আসামিকে গ্রেফতার করেছে তানোর থানার পুলিশ। রবিবার (২১মার্চ) রাতে মুন্ডুমালা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন জিআর মামলার এইসব পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তানোর মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা বাজার থেকে বিশেষ অভিযান চালিয়ে জিআর ৮০ মামলার আসামি ১।আজাহার উদ্দিন (৬৫) ২। তরিকুল ইসলাম (৫০), উভয় পিতা-মৃত আবুল হোসেন ৩। সারোয়ার হোসেন (২৪) ৪। মিলন (১৯) ৫। মিশান (১৭), সর্ব পিতা- তরিকুল ইসলাম ৬। হোসেন আলী (৩৫), পিতা- আজাহার উদ্দিন, সর্ব সাং-মুন্ডুমালা চারপুকুরিয়া।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, আসামিরা জিআর মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন (তদন্ত) এর নেতৃত্বে তানোর থানাধীন মুন্ডুমালা এলাকা হইতে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, (জিআর ৮০নং মামলায় আসামিদের গ্রেফতার করা হয়। আজ(২২মার্চ) সোমবার সকালে গেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।