মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় র্যালি ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় থানা চত্বর থেকে থানা অফিসার ইনচার্জ পিএন সরকার এর নেতৃত্বে একটি র্যালি মেঘাই পুরাতন বাজার হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে থানার সকল কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বিভিন্ন পেশাজীবি মানুষ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।এসময় মাস্কবিহিন যাত্রী ও যানবাহণ চালকদের, পথচারিদের, বিভিন্ন দোকানদারদের মাস্ক পরিয়ে দেওয়াসহ পরামর্শদেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার ও পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান (তদন্ত)।বিতরণকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান।
করোন মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসাবে শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতিক সময়ে আবারও করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় “করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় আমাদের এই কার্যক্রম। মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে।
করোনা প্রতিরোধে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এসময় সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।