পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে শনিবার (২০ মার্চ) বিকেলে কুলখানির এক অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছে ।
এ ঘটনায় কুলখানি অনুষ্ঠান পন্ড হয়ে যায় । আহতদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে । এরা হলো রাজিব হাওলাদার (৩০) মোসা.আসমা (৩৫) গোল তাহেরা (৬০) মো.জাফর (৩৫) । এদেরকে চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্রে পাঠানো হয়েছে ।
চম্পুাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউ,পি সদস্য হালিমা বেগম জানান, দেবপুর গ্রামের মৃত লাল মিয়া গাজীর স্ত্রী মৃত মনোয়ারা বেগমের নামে কুলখানির অনুষ্ঠান চলছিল । ওই অনুষ্ঠানে দেবপুর গ্রামের রিপন মৃধার মেয়ে জান্নাতুল (১৭) এবং মিঠাগঞ্জ ইউনিয়নের রশিদ খাঁ’র ছেলে ইমরান উপস্থিত ছিল ।
এদের দু’জনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল । কুলখানি চলমান অবস্থায় ইমরান জান্নাতুল কে নিয়ে পাশের মরিচবুনিয়া গ্রামে পালিয়ে যায় । এসময় স্থানীয় লোকজন প্রেমিক-প্রেমিকা কে আটক করে ।
এ খবরটি কুলখানি অনুষ্ঠানে ছড়িয়ে পড়লে মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের সমর্থকরা এ বিষয় নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এসময় কুলখানিতে আসা সাধারন মানুষ না খেয়ে চলে যায় ।
স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে আসলেও কেউ কারো কথা না শুনে বরং আরো বিবাদে জড়িয়ে পড়ে। এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
মনোয়ারা বেগমের বড় ছেলে জাফর জানান, দু’পক্ষকে চেষ্টা করেও নিয়ন্ত্রনে আনা যায়নি । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত ) মো.আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।