নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগামে মাদক ব্যবসায়ী কর্তৃক পুলিশের সোর্স সন্দেহে নিরীহ যুবককে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।
১১ই মার্চ বৃহস্পতিবার উপজেলার গোছাইল গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায়, গোছাইল গ্রামে মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে আসছে গ্রামের কতিপয় যুবক। গত বৃহস্পতিবার (৪ই মার্চ) অভিযান চালিয়ে এদের মধ্যে মাদক ব্যাবসায়ী, আফজাল হোসেন, সালাম, মামুন কে মাদক সহ গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ।
উক্ত আসামীরা জেল থেকে বের হয়ে এসে এলাকার সকল মাদক কারবারিদের একত্র করে সেদিনের গ্রেফতারের ঘটনায় পুলিশের সোর্স সন্দেহে গোছাইল গ্রামের মকবুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) কে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে অমানবিক মারধর করে গোছাইল গ্রামের হাফিজারের ছেলে বুলবুল (৩২), মৃত সোবহানের ছেলে সালাম (৪৫), সালামের ছেলে জাহাঙ্গীর (২২), জলিলের ছেলে মামুন (৩২), আবেদ উদ্দিনের ছেলে আফজাল (৩৬) ও আতাইল চেঙ্গা পাঁচ পুকুরিয়া গ্রামের আজিজের ছেলে মিজান (৩০)। তারা সকলেই এলাকার নামকরা মাদক ব্যাবসায়ী।
পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় গ্রামবাসী। উক্ত বিষয়ে গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা সহ নানান অপকর্ম করে আসছে এই সিন্ডিকেট। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। উক্ত বিষয়ে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডাঃ দিলরুবার সাথে কথা বললে তিনি জানান, ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাতের বিষয়ে সিটিস্ক্যান করতে হবে, এছারাও এক পা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন যুবক নাজমুল হোসেনের খোজ খবর নিয়েছে এবং তার পরিবারের সাথে কথা বলেছে। এই ঘটনার সাথে জরিত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।