পটুয়াখালীর কলাপাড়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) ধর্ষর্ণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এঘটনায় গতকাল ওই গৃহবধু লালুয়ার চান্দুপাড়া গ্রামের আলী হোসেনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি সালিশ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তির কথা বলে পাঁচ দিন সময়ক্ষেপনের অভিযোগ রয়েছে স্থানীয় ইউপি মেম্বার মাসুদ হাওলাদারের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, গত ০৩ মার্চ বুধবার রাতে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরতে যায় ওই গৃহবধূর স্বামী। এই সুযোগে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার আলী হোসেন জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করে।
স্বামী নদী থেকে ফিরে এসে আলী হোসেনকে হাতেনাতে ধরে ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আসার আগেই ওই গৃহবধূর স্বামীকে মারধর করে পালিয়ে যায় আলী হোসেন। স্থানীয় ইউপি সদস্য মাসুদ হাওলাদার বিষয়টি সালিশ বৈঠকে ফয়সালার কথা বলেন ভিকটিমের স্বামীকে।
এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মাসুদ হাওলাদার বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। নারী ও শিশু নির্যাতন আইনের ঘটনা থাকায় ওই নারীর স্বামীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ওই গৃহবধু একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলী হোসনকে গ্রেফতারের চেষ্টা চলছে।