রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলাপ্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নুর দিপু , মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসান হেনা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া, এন এস আই যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ , জেলা আনসার – ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই -খোদা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা , সুখ এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন , ব্র্যাক সমন্বয়কারী রইস উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, স্বপ্না হাবিবা, মিরা খাতুন, তহমিনা খাতুন মিনা সহ বিভিন্ন এনজিও নারী নেতৃবৃন্দরা ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
সভায় বক্তারা বলেন,আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই তাহলে নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে এবং নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা একবারেই কমে আসবে।

বিশ্বের উন্নয়নে নারীর অবদান স্বীকৃত। বক্তারা আরও বলেন, দেশে প্রতিবছর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অনেকাংশে বেড়েই যাচ্ছে যা আমাদের নারী আন্দোলনের ফল। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার আদায়ে বিশ্বের দরবারে প্রসংশা কুড়িয়েছে। তবে দেশে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হলে নারীরা আরও অনেক এগিয়ে যাবে। এক্ষেত্রে দেশের সরকারসহ আমাদের সকলের উচিৎ নারীদের সুযোগ সৃষ্টি করে দেয়া।

এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার,মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি,নারী নেত্রী রাজিয়া শিউলী , হুনফা খাতুন , এ্যাডঃ সেলিনা পারভীন পান্না, অপুবারী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ , ক্রেডিট সুপার বাবুল আক্তার সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর