সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে আনন্দ উদযাপন করা হয়েছে।
৭ মার্চ রবিবার বিকালে তাড়াশ থানা হলরুমে অফিসার ইনচার্জ ফজলে আশিক’র সভাপতিতে এ আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে আনন্দ উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ,তাড়াশ ও খামারকন্দ থানার সার্কেল এএসপি মাহফুজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মুক্তিযোদ্ধা গাজী এস এম আব্দুর রাজ্জাক,গাজী করিম বকস, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের নেত্রীবৃন্দ,উপজেলা বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। পরে থানা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।