শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া ও গান্ধিগাও এলাকার কালঘোষা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি স্যালু মেশিন জব্দ ও অকেজো এবং ৫শত মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
৬ মার্চ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবার্হী অফিসার রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি),জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁকাকুড়া এবং গান্ধিগাঁও এলাকায় স্যালু মেশিন দ্বারা অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের সুত্রধরে মোবাইল কোটের মাধ্যমে আনুমানিক ৫’শ মিটার পাইপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালো মেশিন জব্দ করে অকেজো করা হয়।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার রুবেল মাহমুদ জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে মানুষের বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশংকা সৃষ্টি হচ্ছে।
বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার সংবাদে অবৈধ বালু খেকোরা পালিয়ে যায়।