সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে তাড়াশ ইসলামিলায়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আমরা পেরেছি আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় রোগীর প্রাণ বাঁচাবো’ এ স্লোগানকে নিয়ে কেক কাটা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তাড়াশ ইসলামিলায়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশের কৃতি সন্তান মেজর ডাঃ মোঃ আইনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আল-আমিন আবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) আব্দুল কাদের, সরকারী বঙ্গমাতা শেখ ফজ্জিলাতুননেছা মুজিব আইডিয়াল কলেজের প্রভাষক (আইসিটি) রুহুল আমিন, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেআই টেকনিক্যাল কলেজের প্রভাষক (ইংরেজি) আইয়ুব আলী, সংগঠনের সভাপতি দেলবার আহম্মেদ, সহ-সভাপতি মাসুম আহেম্মদ পরান, আমিরুল ইসলাম, সদস্য ইতি মিলন প্রমূখ।
অনুষ্ঠানে শতাধিক রক্তদাতাদের মিলন মেলায় আলোচনা সভা শেষে সংগঠনের বিশেষ অবদান রাখার জন্য মিরাজ হাসান মুন্না, দেলবার আহম্মেদ, মাসুম আহেম্মদ পরান ও নাজমুল হক মেহেদী কে পুরুস্কৃত করা হয়।