ভোরের কন্ঠ প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকাল ১১টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টার দিকে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ নিজ গ্রাম সোনতলায় আনা হয়।
এসময় সোনতলাসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত নর নারী সোনতলা তফছির মেমোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। হেলিকপ্টার থেকে এইচ টি ইমামের মরদেহ নামানোর পর সমবেত অনেকেই কান্নায় ভেঙ্গে পরে।
এরপর তার মরদেহ অ্যামবুলেন্স যোগে উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে নিয়ে আসা হয়। এসময় এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকেই চিৎকার করে কাঁদতে থাকে। নেমে আসে শোকের ছায়া।
জানাযা নামাজে প্রায় লক্ষাধিক মুুসল্লি অংশগ্রহণ করেন। এরপর তাকে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মযার্য় গার্ড অব অনার প্রদান করেন। তার মরদেহে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উল্লাপালা উপজেলা আওয়ামী লীগসহ শতাধিক সংগঠন ফুলের শ্রদ্ধা জানান।
এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উল্লাপাড়ার সংসদ সদস্য ও এইচ টি ইমামের পুত্র তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
এইচ টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শোক প্রকাশ করেছেন।