সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী খামার পাড়া গ্রামের মৃত আকবার আলীর ছেলে জহুরুল ইসলামকে গাজাসহ আটক করেন। ব্যবসায়ীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ০৩ কেজি ৮শ গ্রাম গাজা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন সহ জহুরুলকে গ্রেফতার করে র্যাব ১২’র সদস্যরা।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ’র নেতৃত্বে একটি দল এ কর্মকান্ড পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনের ৩৬(১)’র ধারায় মামলা দিয়ে উদ্ধার কৃত মালামালসহ আসামীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছ।