নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকায় গতকাল সন্ধ্যায় এসআই/মোঃ সোহেল রানা..এএসআই/মোঃ ফেরদৌস আলী, এএসআই/ মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্সসহ একাধীক মাদক মামলার আসামী “মাদক সম্রাটকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি।
গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম মোঃ শহিদুল ইসলাম শহিদ(৩৫) পিতা-মোঃ আব্দুল গফুর, গ্রাম-কিত্তিপুর সরদার পাড়া, থানা ও জেলা-নওগাঁ’কে ০৪(চার) কেজি গাঁজা ও গাজাঁ বহনের একটি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেন।
জেলা গোয়েন্দা শাখা’র ওসি ডিবি জনাব কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে, নিজ বাসভবন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, গতকাল দুই জন ব্যাক্তি মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে আসিতেছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল সদর থানাধীন কিত্তিপুর শশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
অপর একজন পালিয়ে যায়, এ সময় তার কাছ থেকে ০৪(চার) কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেন। তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।