সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলে আমের গাছের মুকুল থেকে আসছে গুটি গুটি আম। বসন্তের ঋতুকে সামনে রেখে আমের মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের আম গাছ। বানিজ্যিক ভাবে এ এলাকায় তেমন কেউ আম চাষ না করলেও মানুষের চলাচলের রাস্তার পাশে, কৃষি জমির পাশে ও নিজ বাড়ীর আঙ্গিণায় ও বিভিন্ন অফিস অদালতে ভিন্ন ভিন্ন জাতের হাজার হাজার আম গাছে ব্যাপক মুকুল এসেছে। মৌমাছির গুন গুন শব্দে মুখরিত হয়েছে আম গাছ গুলি। ফলে অনেক গাছে গুটি গুটি আম দেখা যাচ্ছে।
প্রাতৃতিক পরিবেশ অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই। আম গাছের মালিকরা আম পাওয়ার আশায় গাছে মুকুল আসার আগ থেকেই রোগ বালাইনাশক স্প্রে করছেন।
কৃষিবিদ ও আম গাছের মালিকরা আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভাল ফলন হবে। আম বিক্রি করে টাকা আয়ের আশায় নিয়মিত পরিচর্যা করে যাচ্চেন আম গাছের মালিকগন।
শনিবার দুপুরে কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, আমাদের পরামর্শে বাগান মালিকরা আমের উৎপাদন সফল করতে কীটনাশক স্প্রে করেছেন। মুকুলে পোকা-মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, তাপমাত্রা, বৃষ্টি, ঝড় স্বাভাবিক থাকলে এবং পোকা-মাকড়ের উপদ্রব না থাকলে এ মৌসুমে আমের উৎপাদন ভাল হবে।