ভোরের কন্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার ৪ দিন ব্যাপী একাদশ গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখা বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন এই গ্রন্থমেলার আয়োজন করেন। গ্রন্থমেলার সমাপনী দিনে প্রতিবছর উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের লেখা বই প্রকাশ করা হয়। তার ধারা বাহিকতায় এ বছরেও শিক্ষার্থীদের লেখা বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ফারুক আহমেদ উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বুধবার রাতে একুশে পদক প্রাপ্ত এ্যাড. গোলাম হাসনায়েনকে (নান্নু মিয়া) সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়ার কৃতি সন্তান হাসনায়েনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ।