সিরাজগঞ্জে কন্ঠযোদ্ধা প্রগতিশীল আবৃত্তি চর্চা কেন্দ্রর ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে কন্ঠযোদ্ধার উপদেষ্টা আবু সেলিম রেজার সভাপত্বিতে ও নূরন্নবী খান জুয়েলের সঞ্চালনায় কবিতা কাটাবে আঁধার স্লোগানকে সামনে রেখে , কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না। সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাবেক কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। নাট্য ফেডারেশনের সভাপতি হাফিজুর ছামাদ।
উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাখার মোহাম্মদ মনির হোসেন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।