সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর আনিছুর হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের শাস্তির দাবীতে এবং গ্রামের সাধারণ মানুষদের যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্বার্থান্বেষি মহল ফাঁসাতে না পারে সেই আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিবাদীদের স্বজনরা।
২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে এ সংবাদ সম্মেলন করেন বিবাদীদের স্বজনেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্টাডাব গ্রামের হাজী গোলাম মোস্তফার স্ত্রী সুফিয়া বেগম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একই গ্রামের গোলাম কাওসারের স্ত্রী সাবিনা সরকার, সেলিম রানার স্ত্রী সীমা খাতুন, মানিক মোল্লার স্ত্রী ছাবিনা, গোলাম হোসেনের স্ত্রী নুরজাহান, শাহজাদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি এম এ জাফর লিটন, ভোরের ডাক প্রতিনিধি জেলহক হোসাইন, সাংবাদিক জাহিদ হোসেন প্রমুখ।
এসময় লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, ‘১ ফেব্রুয়ারি রাতে উল্টাডাব গ্রামে কথা কাটাকাটির জের ধরে গ্রামবাসীর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাসাতে ৫৫ বছর বয়সী অবিবাহিত অসুস্থ কৃষক আনিছকে রক্তাক্ত জখম করে দূবৃত্তরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আনিছ ৭ ফেব্রুয়ারী মারা যায়। এই হত্যাকাণ্ড নিয়ে নিরীহ গ্রামবাসীকে উদ্দেশ্য প্রোণোদিত ভাবে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।