সিরাজগঞ্জের কাজিপুরে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা উদযাপিত হয়েছে।
এই দিবস উপলক্ষে রোববার ২১শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ, প্রেস ক্লাস, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও উপজেলা আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিরাজগঞ্জ-১ আসনে সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে দলীয কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আব্দুল মান্নান তালুকদার, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্রলীগের সভাপতি সায়েম তালুকদার, সোনামুখী ইউনিযন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে মাওলানা মোতালেব হোসেনের মোতাজাতের মাধ্যমে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।