অনলাইন ডেস্কঃ ভ্যাকসিন প্রয়োগে বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ। বিশ্বব্যাপী দৈনিক কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগকারী দেশের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের হার বাড়ছে।
ফলে দেশে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন এবং গ্রহণ দুটোই বেড়ে চলেছে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার সর্বশেষ পরিসংখ্যান বলছে, তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। দেশটির সব অঙ্গরাজ্য মিলে দৈনিক ভ্যাকসিন দেয়া হচ্ছে ১ দশমিক ৬৪ মিলিয়ন মানুষকে।
গত ১৭ ফেব্রুয়ারি সর্বশেষ এই তালিকা আপডেট করেছে প্রতিষ্ঠানটি। চারে থাকা মরক্কো দৈনিক ১ লাখ ৯০ হাজার ৭’শ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে।
তালিকার ছয় নম্বরে থাকা বাংলাদেশ দৈনিক ১ লাখ ৭৮ হাজার ৩’শ ১৭ জনকে ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন প্রয়োগের দিক থেকে বিশ্বের শীর্ষ ১২টি দেশ নিয়ে এই তালিকা করা হয়েছে। বাংলাদেশের পরেই রয়েছে ইসরাইলের নাম।
সূত্রঃ কালের কণ্ঠ