বিনম্র শ্রদ্ধা,ভালোবাসা,যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভাষা শহিদদের স্মরণ করেছে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক কর্মকা-মূলক সংগঠন ‘আমরা করব জয়থ। রবিবার সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা।
পরে শহিদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগঠক প্লাবন শুভ। এতে বক্তব্য রাখেন সদস্য মৌসুফ পারভেজ শুভ, রিতা গুপ্তা, দীপশিখা রায়, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন সজল, আব্দুর রহিম,খন্দকার সাদনান হাসান,শাহরিয়ার আসিফ দিনার,আমিনুল ইসলাম,আসাদ সরকার,রিয়া গুপ্তা,তামজিদ সাফায়েত,শর্মিলী ছন্দা,জাকিরুল ইসলাম জাকির,ছাবিকুন নাহার মালিহা,নূর নওশীন তাবাসুম তাবা,মাহফুজা রহমান সীমা,সীমা আক্তার, স্নেহা গুপ্ত প্রমুখ।
আলোচনা সভায় বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলন,অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।