রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে পাতিয়ার রহমান (৪৫) নামে এক ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত গভির রাতে উপজেলার খয়েরবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই ঘটনায় এসআই রওশন আলী বাদি হয়ে ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

পুলিশের হাতে আটক ইউপি সদস্য পাতিয়ার রহমান দৌলতপুর মধ্যমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও দৌলতপুর ইউনিয়নের ৯নং ওর্য়াড ইউপি সদস্য। অপর জুয়াড়ীরা হলেন, দৌলতপুর মধ্যমপাড়া গ্রামের আকু আকন্দের ছেলে আবু মিয়া (৬০), দৌলতপুর হড়হড়িয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে সহরত আলী(৩৫), একই এলাকার তছলিম উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (৩৫), মছির উদ্দিনের ছেলে মহসীন আলী (৫৫), আব্দুল কুদ্দুসের ছেলে আজিজুল হক (৫০) উজ্জল হোসেন (৪৫), খয়েরবাড়ী ফকিরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মতিয়ার রহমান (৪২) ও খয়েরবাড়ী বাজারের গোপাল দাসের ছেলে দিলিপ দাস (৬০)।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খয়েরবাড়ী বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর