নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নবাগত শিক্ষা ক্যাডার প্রভাষকদের সংবর্ধনা দিয়েছে।
রবিবার ১৪ই ফ্রেব্রুয়ারী সকালে কলেজের অফিস রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মো সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. রোকনুজ্জামান, অধ্যাপক শরিফুল ইসলাম সহ কলেজের অন্য বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন ।
নতুন প্রভাষকেরা হলেন, মোঃ আজাহারুল কবির, প্রভাষক, ইংরেজি বিভাগ, মোঃ ঝন্টু রহমান, প্রভাষক, রাস্ট্রবিঙ্গান, মোঃ মিজানুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মোঃ সবুর হোসেন, প্রভাষক, পদার্থবিদ্যা, মোঃ মেহেদী হাসান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ।
উল্লেখ্য, ৩৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে গত ২৭ জানুয়ারি ২০২১তে নিয়োগ হয়। এবং ১৪ই ফ্রেব্রুয়ারীতে আনুষ্ঠানিক ভাবে কলেজে যোগদান করেন। পরিচয় পর্ব শেষে, ৩৮তম বিসিএস ক্যাডারদের পক্ষে অনুভূতি ব্যাক্ত্য করেন মোঃ মিজানুর রহমান, প্রভাষক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
তিনি বলেন, যদিও আমার ইতিপূর্বে নজিপুর কলেজে আসা হয়নি কারণ আমি জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছি রাজশাহীতে কিন্ত এখানে যোগদান করে আমি গর্বিত কারণ এখানকার শিক্ষকবৃন্দ অনেক আন্তরিক এবং হেল্পফুল। আমরা আশা করব যে আমরা যেহেতু নবীন তাই ভবিষ্যতেও আপনাদের এই আন্তরিকতা পাই ।