সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ নিরপ্রেক্ষ ও শান্তি পুর্নঃ পরিবেশে পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীকে ৪ শত ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিক বাবু বিপুল চন্দ্র হাওলাদার ৩ হাজার ৬ শত ৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয় হয়েছেন। জগ প্রতিক সতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী পেয়েছে ৩ হাজার ২শত ৩৫ ভোট।
এছাড়া ধানের শষী প্রতীক নিয়ে বিএনপিথর মনোনীত প্রার্থী হাজী হুমায়ন শিকদার তিনি ভোট পেয়েছেন ১৬০১ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।
রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহণ করেছিলেন। ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন সম্পান্ন হয়েছে।
১০ টি ভোট কেন্দ্রে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলে ভোটারদের অভিমত ছিল। শুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পেরে ভোটাররা আনন্দিত। এমন ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।