রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

আমরা করব জয় সংগঠনের আত্মপ্রকাশ ও শীতার্তদের কম্বল বিতরণ-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৪২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফাউণ্ডেশনের সহযোগিতায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে গতকাল সোমবার ‘আমরা করব জয়’ নামের একটি অরাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সকাল ১১ টায় স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় নিয়ে গঠিত ‘আমরা করব জয়’ নামের সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আতাউর রহমান মিল্টন।

অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সংগঠনের অন্যতম সদস্য আনন্দ কুমার গুপ্ত, সংগঠনের সংগঠক প্লাবন শুভ, সদস্য মাসুম পারভেজ শুভ, প্রিতম দাস প্রেমা, আমিনুল ইসলাম, শাহারিয়ার দিনার, মো. সাজ, তন্ময়, রাজিন, শর্মিলী ছন্দা, আসাদুজ্জামান আসাদ, মাহফুজা রহমান সীমা, সীমা আক্তার, মো. শাকিল প্রমুখ।

শেষে আমরা করব জয় সংগঠনের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফাউণ্ডেশনের সহযোগিতায় উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর