অনলাইন ডেস্কঃ রোববার সকালে শিক্ষামন্ত্রনালয় সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাধারন ছুটি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে।মহামারি করোনা ভাইরাস কওমি মাদ্রাসা বাদে অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞপ্তির আওতায় থাকবে বলে জানানো হয়েছে।
আরোও জানানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলাকালিন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
দেশে গত বছর থেকে করোনাভাইরাস বাড়তে শুরু করেছে। এ জন্যে গত বছরের ১৭ মার্চে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
২০২০ সালের শেষ ভাগে কওমি মাদ্রাসগুলো খুলে দেওয়ার অনুমোতি দিলেও বন্ধ রয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
কোভিট-১৯’র মহামারীর প্রকোপ কিছুটা কমে আসছে বলে এ বছরে এসএসসি পরিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠান চিঠিতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছিলো।
প্রতিষ্ঠান খোলার সবুজ সংকেত পেতে এখনও মার্চ/২১ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ সম্পর্কে মহান সংসদে গত ২৪ জানুয়ারী শিক্ষামন্ত্রী ড.দীপু মনি জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ক্লাস করতে পারবে। গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমাপনী ও বার্ষিক পরিক্ষা কোভিট-১৯ এর কারনে নেয়া সম্ভব হয়নি।সমাপনী ও এসএসসি পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে গত এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।