রাত পোহালেই রবিবার প্রথম প্রহরে শুরু হবে পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার নিবার্চন । বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৯টি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
এ পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৮৩ । এতে মেয়র পদে চার জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন সহ ৪৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।
এদিকে,বৃহস্পতিবার রাত থেকে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম বেপারীর নির্বাচনী কার্যালয়ে হামলা সহ নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের ছেলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ চন্দ্র হাওলাদারের নেতৃত্বে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো.বাবুল গাজীকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জনতা নৌকার প্রার্থীর বিরুদ্ধে মিছিল করে। শনিবার সকাল থেকে বিজিপি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানা গেছে ।