রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

শেরপুর ঝিনাইগাতীর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরে সদর উপজেলা মির্জাপুরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে গাড়ির সেভ ভেঙে খাদে পড়ে ইউসুফ আলী (১৬) নামের এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শুক্র‍বার বিকাল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র‍ জানায়, ট্রলি গাড়িটি শহর থেকে বাজিতখিলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত তিন জনের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালে ১ জন বিকাল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল ৩ টার দিকে উল্লেখিত স্থানে টলি ও মোটরসাইকেল সংঘর্ষে এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পথে মধ্যে তার মৃত্যু হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর