রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ২৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলণের সময়  গভীর গর্তে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামের এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পার্শ্ববর্তী আন্ধারু পাড়া গ্রামের মৃত- হরমুজ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার চেল্লাখালী নদী তীরবর্তী সমতল ভুমি গর্ত করে শ্যালু মেশিনের ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা সাতটার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলণের সময় গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। এসময় দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাত আটটার দিকে বালু শ্রমিক রিপন মিয়া বালু চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান।

এদিকে, খবর পেয়ে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিস   ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রায় তিন ঘন্টা টানা চেষ্টার পর রাত পৌণে দশটার দিকে গর্তের পানি অপসারণ করে নিহত বালু শ্রমিক রিপনকে উদ্ধার করেন ।

স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলণ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর