রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

শেরপুরের নকলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর জেলার নকলা উপজেলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী পূর্বপাড়া এলাকালায় এ ঘটনাটি ঘটে। সোহাগ মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে।

এলাবাসী জানায়, বৃহস্পতিবার কবুতরমারী পূর্বপাড়ার পারিবারিক কবরস্থানের পাশে পিতরাজ গাছের ডালের সাথে রশি দিয়ে অজ্ঞাত এক যুবককে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোহাগ মিয়া জামালপুর থেকে কেন এবং কোথায় এসছিলো তা এখনও জানা যায়নি। তবে পুলিশি তদন্তে সোহাগের নকলায় আসার কারন এবং কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা জানা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহত যুবককে স্থানীয় কেউ চিনেন না।

পরে মরদেহের গায়ের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সোহাগ জামালপুর থেকে কবুতরমারীতে কেন, কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা পুলিশি তদন্তে বেড়িয়ে আসলে পরে অন্যদেরকে জানানো সম্ভব হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর