সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্প কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের অর্থায়নে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপ্তকরণ সভা ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ও তেকানী ইউনিয়নের উপকারভোগীদের অংশগ্রহণে উক্ত প্রকল্প সমাপ্তকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান,দ্বীন মোহাম্মদ বাবলু, বিশেষ অতিথি, করিতাস রাজশাহী অঞ্চল,ফিল্ড কো- অডিনেটর সায়মন শ্যামল আহসান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, কারিতাসের ফিল্ড অফিসার, রাজকান্তি বড়ুয়া, ফিল্ডসুপারভাইজার জ্যোতি মর্ম, কাজিপুরের ফিল্ড অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প হিসাব কর্মকর্তা,বিপ্লব ফলিয়া।
উল্লেখ্য যে, উক্ত চার মাস মেয়াদি প্রকল্পের আওতায় ৮১৪ জন উপকারভোগী পেয়েছে কাজের বিনিময়ে টাকা, জীবিকা পুনরুদ্ধার সহায়তা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নলকূপ মেরামত, হাত ধোয়ার পয়েন্ট স্থাপন এবং কোভিড- ১৯ সচেতনতা মূলক প্রচার।