নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর হাসপাতালে প্রথম দিনে (কোভিড-১৯) করোনা ভ্যাকসিনের টিকা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারসহ উপজেলার বিশিষ্টজনরা।
(৭ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১টায় করোনা ভাইরাসের টিকাগ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিরামপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যাপক আক্কাস আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী,বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের ভাইস পিন্সিপাল মেজবাউল ইসলাম,ডাঃ উমার উদ্দিন হাসপাতালের পরিচালক ডাক্তার ইমার উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
প্রথম দিনে ভ্যাকসিন গ্রহণ করেন মুক্তিযোদ্ধা, চিকিৎসক,শিক্ষক,বিজিবি সদস্য,সরকারি চাকুরীজীবিসহ অন্যান্য পেশার নাগরিকগণ। মোবাইল শুরক্ষা অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত ৪০জন রেজিষ্ট্রেশন করেন।
এসময় ভ্যাকসিন গ্রহনকারীগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।