শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষক-ভোরের কণ্ঠ।

রিপোটারের / ৩৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় এ বছর সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষক। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় ১৮ হাজার ৭শথ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ বছরে ১৮ হাজার ৪’শ৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো। এবারের মোট ফলন হয়েছে ২৫ হাজার ৬থশ ৮৭ মেট্রিক টন। উৎপাদিত সরিষার মুল্য দাঁড়াবে প্রায় ১০ কোটি টাকা। কৃষি বিভাগের হিসেবে এবারের উৎপাদিত সরিষার ফলনের গড় প্রতি হেক্টর জমিতে ১.৩৭ মেট্রিক টন। বাংলাদেশে সরিষা উৎপাদনের হিসেবে উপজেলা পর্যায়ে উল্লাপাড়ার স্থান প্রথম।

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া গ্রামে সরেজমিনে সরিষার মাঠ দেখতে গেলে কথা হয় কৃষক খোরশেদ আলমের সঙ্গে। তিনি জানান, এ বছর এগার বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছেন তিনি। গেল বছর এসব জমিতে সরিষা উৎপাদিত হয়েছিল বিঘা প্রতি ৫ মন। এ বছর কুয়াশা না থাকায় এবং ভালো রোদ পাওয়ায় অনেক বেশি ফলন হয়েছে তার সরিষার। প্রতি বিঘায় ৭ মন করে সরিষা ঘরে তুলছেন তিনি। এমন কথা জানালেন মাঠে উপস্থিত মজনু মিয়া, বাহারুল ইসলামসহ অনেক কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, দেশে উপজেলা পর্যায়ে সরিষা উৎপাদনে উল্লাপাড়া প্রথম স্থানে রয়েছে। এই উপজেলায় প্রায় ৫৫ হাজার কৃষক সরিষা চাষের সঙ্গে সম্পৃক্ত। উপজেলার মোহনপুর,বড়পাঙ্গাসী, উধুনিয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নে বেশি সরিষার চাষ হয়েছে। সাধারণত বারি-১৪, বারি-১৫, টরি-৭ ও স্থানীয় জাতের (মাঘি) সরিষার চাষ হয়। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলন খুব ভালো হয়েছে। গেল বছর এই উপজেলায় ১৮ হাজার ৫থশ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও সরিষা উৎপাদিত হয়েছিল সাড়ে ২১ হাজার মেট্রিক টন। কিন্তু এ বছর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় ১৮ হাজার ৭শথ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবছরের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৪শথ ৫০ হেক্টর। এবারের মোট ফলন হয়েছে ২৫ হাজার ৬থশ ৮৭ মেট্রিক টন। উৎপাদিত সরিষার মুল্য দাঁড়াবে প্রায় ১০ কোটি টাকা।

কৃষি বিভাগের হিসেবে এবারের উৎপাদিত সরিষার ফলনের গড় প্রতি হেক্টর জমিতে ১.৩৭ মেট্রিক টন। সুবর্ণা ইয়াসমিন সুমি আরো জানান, উল্লাপাড়ায় রয়েছে মোট ৩০ টি তেল মিল। এসব মিলে উৎপাদিত তেলের বৃহৎ অংশ ক্রয় করে থাকে তীর কোম্পানী। এছাড়া মিল থেকে টিন ও বোতলজাত সরিষার তেল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। উল্লাপাড়ায় উৎপাদিত সরিষার তেল সবচেয়ে বেশি পাঠানো হয় উত্তর অঞ্চলের রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে। ইতোমধ্যেই মাঠ থেকে সরিষা ঘরে উঠানো শুরু করেছেন চাষীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর