মধ্য প্রাচ্যের দেশ কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী স্বরযন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং ডকুমেন্টরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, সংবাদ প্রচার করেছে যা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে দাবী করে বিক্ষোভ মিশিল ও সমাবেশ করেছে কাজিপুর উপজেলা আ:লীগ ও তার সহযোগী সকল সংগঠন ।
শনিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিশিল বের করে উপজেলা চত্বর হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিন শেষে আ: লীগ কার্যালয়ে সমবেত হয় পরে আলোচনা সভায় প্রধান অতিথি ,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেন, আল-জাজিরা বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের কারনে সূন্নী মুসলিম অনেক দেশেই সম্প্রচার নিষিদ্ধ করেছে।এ প্রচার মাধ্যমে ইতিপূর্বে মহান মুক্তিযুদ্ধে নিহীত শহীদদের সংখ্যা নিয়ে মনগরা বক্তব্য দিয়েছে।
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি’র দালাল ও চিহ্নিত বিতর্কিত ব্যক্তির সহায়তায় মিথ্যা ডকুমেন্টটরি তৈরি ও প্রচার করে। এসময় তিনি আল-জাজিরা টিভিকে অবাঞ্চিত ঘোষণা করে কাজিপুর উপজেলার সম্প্রচার না করতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেন ও নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।
কাজিপুর উপজেলা আ’লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও নবাগত মেয়র আব্দুল হান্নান তালুকদার। উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল।
উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন।