শিরোনাম
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্বা মো.আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এছাড়াও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জি এম আজফার বাবুল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, তালাপতু হোসেন মন্জু, দেবাশীষ ভট্রাচার্য, মাসুদ হাসান বাদল, আবুল হাশেম, মনিরুজ্জামান মনির, ইউসুফ আলী রবিন প্রমুখ।

পরে উপস্থিত শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি শরিফুর রহমানকে পূণরায় সভাপতি, জি এম আজফার বাবুলকে পূণরায় সিনিয়র সহ-সভাপতি ও  মানিক দত্তকে পূণরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সেইসাথে আগামী ২৭ তারিখ সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন ঘোষনা করা হয়।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশন হিসেবে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শরিফুর রহমান। সাবিহা জামান শাপলা, সুব্রত কুমার ভানু, দেবাশীষ সাহা রায়, হাকাম হিরা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর