শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্বা মো.আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এছাড়াও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জি এম আজফার বাবুল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, তালাপতু হোসেন মন্জু, দেবাশীষ ভট্রাচার্য, মাসুদ হাসান বাদল, আবুল হাশেম, মনিরুজ্জামান মনির, ইউসুফ আলী রবিন প্রমুখ।
পরে উপস্থিত শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি শরিফুর রহমানকে পূণরায় সভাপতি, জি এম আজফার বাবুলকে পূণরায় সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্তকে পূণরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সেইসাথে আগামী ২৭ তারিখ সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন ঘোষনা করা হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশন হিসেবে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শরিফুর রহমান। সাবিহা জামান শাপলা, সুব্রত কুমার ভানু, দেবাশীষ সাহা রায়, হাকাম হিরা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।