পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচার -প্রচারনায় বাঁধা প্রদান অব্যাহত রেখেছে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের অপরিচিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা । (৫ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এমন অভিযোগ করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম।
লিখিত অভিযোগে তিনি বলেনচ্ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ৬ নাম্বার ওয়ার্ডের সদর রোড এলাকায় তাঁর ‘জগ’ প্রতীকের কর্মীদের ভোট প্রার্থনার সময় লিফলেট,ষ্টীকার ছিনিয়ে নিয়ে তাঁর স্ত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এসময় প্রচার কাজে নিয়োজিত মহিলা ওই টিমটিকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে হাত-পা কেটে পঙ্গু করে ফেলার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা । সন্ত্রাসীদের মধ্যে বালিয়াতলী ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের চান মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রাকিব সহ অন্ততঃ পাঁচ জনের একদল অপরিচিত সন্ত্রাসীরা ছিল । এরা বিপুল চন্দ্র হাওলাদারের পালিত সন্ত্রাসী । এর আগে ‘জগ’ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে ভয়াবহ ভাবে জখম করা হয়েছে । বিপুল হাওলাদারের ওই সন্ত্রাসীদের তান্ডবে স্বতন্ত্র প্রার্থীর সকল কর্মী ও আত্মীয় স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগে তিনি বিপুল চন্দ্র হাওলাদারের সন্ত্রাসী বাহিনী তান্ডবে ভোটাররাও আতংকে রয়েছে বলেও উল্লেখ করেন। নির্বাচনী এ আচরনবিধি লংঘনের জরুরী প্রতিকার চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী কলাপাড়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।