রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

কলাপাড়ায় টিয়াখালী ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৩৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মশিউর রহমান শিমু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ গত ২৯ নভেম্বর বিকালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে মুক্তিযোদ্ধা শাহআলমের ঘরে প্রবেশ করে চেয়ারম্যান শিমুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে শাহআলমের হাত এবং পা ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী এলিজাসহ ৫ জনকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর