রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টার,নওগা / ৩৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁর মহাদেবপুরে মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার সকালে মহাদেবপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, বনবিভাগ ও বিবিসিএফ এর আয়োজনে নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সানাউল্যা পাটওয়ারী,বন সংরক্ষক,সামাজিক বনাঞ্চল, বগুড়া, মোল্যা রেজাউল করিম, বন সংরক্ষক,সামাজিক বনাঞ্চল, যশোর, ড. জালাল উদ্দীন সরদার,প্রফেসর, ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রী বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. বিধান চন্দ্র দাস,প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ আহসান হাবীব, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহাদেবপুর, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নব পপি, ড.এস এম ইকবাল, সভাপতি, বিবিসিএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসমা খাতুন, সহকারী কমিশনার ভূমি, মহাদেবপুর।
এর আগে মাননীয় উপ-মন্ত্রী মহোদয়কে মহাদেবপুর উপজেলায় স্বাগত জানানো হয়।

পরে তিনি মধুবনে প্রাণ ও প্রাকৃতি সংগঠনের আয়োজনে পাখি অভয়াশ্রম পরিদর্শন করেন। আলোচনা সভা শেষে সাপাহার জবই বিল পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর