সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী রিজিয়া নিখোঁজ। ১৭ দিন যাবত নিখোঁজ তাড়াশ পৌর সদরের উত্তর ওয়াবদা বঁাধ এলাকার দরিদ্র ইউসুফ আলীর মেয়ে মানুসিক প্রতিবন্ধী রিজিয়া খাতুন (৩৫)।
জানা যায় গত ১৮ জানুয়ারী বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসে নাই প্রতিবন্ধী রিজিয়া খাতুন। এ সময় তার পরনে ছিল সাদা সোয়েটার ও লাল রংয়ের জামা। রিজিয়ার উচ্চতা ৫ ফুট হবে। মাথা নাড়া এবং গায়ের রঙ ফর্সা । সে যে কথা বলে তা বুঝা যায় অস্পট ভাবে । সে নাম বলতে পারেনা নামের কথা জিজ্ঞাসা করলে আয় আয় বলে ডাকে। সে সব সময় হাঁসি মুখে থাকে । কোন সুহৃদয় ব্যক্তি প্রতিবন্ধী রিজিয়ার খোঁজ পেলে তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের ০১৭১৫-২৩৩৭২৯ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।
এ দিকে প্রতিবন্ধী রিজিয়া নিখোঁজ হওয়ায় তাড়াশ থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে।