শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মুহাম্মদ রুকনুজ্জামান গত বুধবার অনুষ্ঠিতব্য মানববন্ধন প্রসঙ্গে নিম্নে তাহার দেওয়া বিবৃতি উল্লেখ করা হলোঃ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো শেরপুর দপ্তরের আওতাধীন ঝিনাইগাতী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী ও অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল ইসলাম কর্তৃক মানববন্ধন সম্পর্কে বিবৃতি ও ব্যাখ্যা প্রদান করে আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন, প্রথমত এ,কে,এম ছামেদুল ইসলাম এর নিকট হিসাব নং-এ/৩৫৭৪ ও গ্রাহক নং-৭১৪৫২৫৯৫ এর বিপরীতে ডিসেম্বর/২০ ইং পর্যন্ত ৩২৪৩১/- টাকা, তাহার আরো একটি হিসাব নং-এ/৫১২১ ও গ্রাহক নং৭১৪৬৬৫৭৬ এর বিপরীতে ডিসেম্বর/২০ ইং পর্যন্ত ৬৮৯৮২/- টাকা, বিদ্যুৎ বিল পাওনা রহিয়াছে।
বকেয়া আদায়ে বার বার নোটিশ প্রদান করা হইলেও উনি নোটিশ গ্রহণ না করে বরং নোটিশ বাহক এর সাথে দূরব্যবহার করে তাড়িয়ে দেন। অবশেষে মামলা করে টাকা আদায় করার কথা বলায় এবং বৈদ্যুতিক অনৈতিক কাজের বিষয়ে তদবির না করার জন্য অনুরোধ করায় গত ২৭/০১/২১ ইং তারিখে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট, বিউবোর উপ-পরিচালক(প্রশাসন) এবং বিউবো আদালতের পেশকারের সম্মুখে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উগ্র মেজাজে কথা বলেন এবং শাশিয়ে যান দেখে নিবেন বলে।
আমরা তাকে বিনয়ের সাথে অনুরোধ করি গ্রাহক অভিযোগ থাকলে আমাদের কে জানান আমরা সমাধানের চেষ্টা করবো। তিনি টাকা পরিশোধ না করে বরং ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ০৩/০২/২১ ইং তারিখে মানববন্ধন এর আয়োজন করেন। এতে আমাদের ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সম্মানের ক্ষতি হয়েছে এবং সরকারি রাজস্ব আদায় কার্যক্রম ব্যহত হয়েছে। বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হলো। মানববন্ধনের বিষয়টি আমরা তীব্র, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।