রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ কর্মকর্তাদের সংবর্ধণা-ভোরের কণ্ঠ।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের উদ্যোগে বদলি হওয়া পুলিশ কর্মকর্তা এসআই রুবেল মিয়া ও এসআই সুবোধ চন্দ্র রায় কে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ই ফেব্রয়ারী) রাত ৮টায় থানা প্রঙ্গনে নিজ অর্থায়নে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তাদের গিফট সামগ্রী সহ সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী এসআই রুবেল মিয়া ও এসআই সুবোধ চন্দ্র বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন থানায় বদলি হয়েছি কিন্তু নন্দীগ্রাম থানা পুলিশ সংবর্ধণার মাধ্যমে যে সম্মান আমাদের দিল তা আজীবন স্মৃতি হয়ে থাকবে। উক্ত বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এইচ এম এরশাদ সহ প্রশাসনের সকল কর্মচারী কর্মকর্তা।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নিজ অর্থায়নে এমন উদ্যোগকে অভিনন্দন  জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার, সার্কেল অফিসার এইচ এম এরশাদ, থানার সকল কর্মচারী কর্মকর্তা, আইন সহায়তা কেন্দ্র (আসক) নর্থবেঙ্গল জোনাল কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর