রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

তাড়াশে করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন নিয়ে আলোচনা-ভোরের কণ্ঠ।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে  কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন নিয়ে আলোচনা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন নিয়ে আলোচনা করা হয়। জনগনের সাথে যারা সরাসরি কাজ করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিট ১৯ করোনা প্রতিরোধে  এ ভ্যাকসিন দেওয়া হবে।

কোভিট ১৯ করোনা প্রতিরোধে ভ্যাকসিন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন বলেন, উপজেলা প্রশাসনের সকল সরকারী কর্মকর্তা, কর্মচারী , স্বাস্থ্য অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী, গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা ও কর্মচারী,পুলিশ বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারী,পল্লী বিদ্যুত বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ জনগন যাদের বয়স ৫৫বছরের উপরে তাদেরকে সুরক্ষা সনদ সংগ্রহ করার মাধ্যমে এ ভ্যাকসিন প্রদান করা হবে। তিনি আরোও বলেন  এ ভ্যাকসিন গ্রহন করার পরে ওই ব্যক্তির তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। যদিও কিছু প্রতিক্রিয়া হয় সেটা স্বাভাবিক।

আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত সুরক্ষা রেজিষ্ট্রেশন সনদের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা ভুক্তদের কোভিট ১৯ করোনা প্রতিরোধে  এ ভ্যাকসিন তাড়াশ সদর হাসপাতালে দেওয়া হবে। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোভিট ১৯ করোনা প্রতিরোধ ভ্যাকসিন প্রদান কমিটির উপদেষ্টা ও উপজেলা  পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, কুষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা,শিক্ষা অফিসার আকাতারুজ্জামান,সমাজসেবা অফিসার এস এম মনিরুজ্জামান,পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার কামরুল হোসেন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর