সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশ অমান্য করে বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাকে ১০দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে কনের বাবা উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের সেরাজ ভুঁইয়ার ছেলে আবু ছাইদকে (৪২) ১০দিনের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দিনা কামালিয়া গ্রামের আবু ছাইদের মেয়ে ও নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার (১৪) বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয় এবং বিয়ে যাতে না হয় সেই লক্ষে ওই বাড়ীতে সারা রাত ও শুক্রবার সারাদিন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।
কিন্তু তারা প্রশাসনের নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলায় গিয়ে গোপনে বাল্য বিয়ে সম্পন্ন করে সাদিয়ার পরিবার। সোমবার বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাকে ১০দিনের কারাদন্ড দেয়া হয়।