রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটরসাইকেল ও বিভিন্ন গাড়ীর কাগজপত্র দেখার নামে অবৈধভাবে টাকা তোলার সময় শাহজাদপুর থানার পুলিশ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে।

জানা যায়, সোমবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের প্রয়াত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাক্তার এম.এ মতিনের বাসভবন শ্রীফলতলা সড়কে শহিদুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটর সাইকেল ও গাড়ীর কাগজপত্র দেখতে থাকে এবং অনেক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরে গ্রামবাসীর সন্দেহ হলে শাহজাদপুর থানা পুলিশকে খবর দেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং ঘটনার সত্যতা খুঁজে পান।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে এ ধরনের কাজ করার তাকে আটক করা হয়েছে। সে ধর জামতৈল গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে।বিকেলে ধৃত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেলাহাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর