রোববার সকাল পৌনে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক জবেদ আলী নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে, সেলিম রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের নায়েব আলীর ছেলে ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম। এ ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুন জানান, অটোরিকশাটি নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল।
সকাল পৌনে ৯টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেরপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
গুরুতর আহত শিশুসহ তিনজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।