রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

শাহজাদপুর পৌরসভায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ। 

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ২১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বাসযোগ্য শাহজাদপুর নগরী গড়তে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে শনিবার সকালে শাহজাদপুর পৌরসভার আয়োজনে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ’র ভাইস-চেয়ারম্যন শেখ আব্দুল হামিদ লাবলু, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য নগরী গড়তে হলে আপনাদের সহযোগিতা নিয়ে শত বছরের পরিকল্পনা ধরে উন্নয়ন করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা, যানজট দূরীকরণসহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর