বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগে- আইএফ আর সি এর সহায়তায় – ২০১৯ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পুুুর্ণবাসন করতে পূর্ণবাসন কর্মসূচি’র আওতায় সেল্টার জীবিকায়নে – সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নে -১২৭ টি ঘরনির্মাণ, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও টিউবওয়েল স্হাপন করা হয়েছে।
এতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ওঋজঈ বন্যাপুর্ণবাসন কার্যক্রম পরিদর্শন করেন, আই এফ আর সি, কান্টিপ্রতিনিধিঃ বৃটিশ রেডক্রস, আমিরিকান রেডক্রস, সুইচ রেডক্রস, কাতার রেডক্রিসেন্ট সোসাইটি’র একটি টিম দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা পরিদর্শন করেন।
শুক্রবার ২৯ জানুয়ারি সকাল ১১ টার দিকে
কাওয়াকোলা ইউনিয়ন ছোট কয়ড়া, বড় কয়ড়া দোগাছি চর পরিদর্শন করেন এবং মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর গভর্ণিং বডির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি।
তিনি বলেন,- চরাঞ্চলের বন্যায় ক্ষতি গ্রস্হদের পর্যায়ক্রমে অসহায়দের পুনর্বাসন করা হবে। চরাঞ্চলে বিগতকালে কেউ চরের উন্নয়ন করেনি, আওয়ামী লীগের সরকার জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা থাকে তখনই উন্নয়ন হয়। তা আপনার নিজ চোখে দেখতে পারছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডি আর সি এস এর ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান হেলাল, ব্যবস্হাপনা পর্ষদ ট্রেজারা লুৎফর রহমান হেলাল,
সদস্য রাজিয়া সুলতানা লুনা, মহাসচিব মোঃ ফিরোজ সালাউদ্দীন, উপ-মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, অপঃরহম হেড অফ আই এক আরসি কান্টি অফিসের সনজিব কুমার কাফলি, আমেরিকান রেডক্রস হেড অব কান্টি রিপ্রেজেন্টটেটিভ আচালা নাভারত্নে, কান্টি ম্যানেজার ব্রিটিশ রেডক্রস সোসাইটি মিসেস গিন দে জেসুস, হেড অব কান্টি জার্মান রেডক্রস গৌরভ রায়, হেড অফ মিশন কাতার রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,এস,এম নাছিম রেজা নূর দিপু, জেলা যুবলীগের সাধারণ একরামুল হক একরাম প্রমুখ ।
দুর্গম চরাঞ্চল বড়কয়ড়া ও ছোটকয়ড়া পরিদর্শন করেন এবং দোগাছিতে মতবিনিময় সভার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহ-সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান।
উক্ত পরিদর্শন টিম পুর্নবাসন নির্মাণ করা ঘর, ল্যাট্রিন,টিউবওয়েল স্হাপন করা অসহায় মানুষেরদের খোঁজখবর নেন। এবং দোগাছি চরে সদর-কামারখন্দ আসনের প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না’র নিজস্ব অর্থায়নে শারিতা মিল্লাত মুন্না নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কাজ পরিদর্শন শেষে প্রায় ৫০টির মত ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়।
অনুষ্ঠান ২টির সঞ্চালক ছিলেন, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আলীম ভূঁইয়া।
এতে সভাপতিত্বকরেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য ফিরোজ তালুুকদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলার ইউনিট অফিসার রবিউল আলম, কর্মকর্তা তাজুল ইসলাম তাজ, যুুব রেডক্রিসেন্টের প্রধান শাপলা খাতুন।
এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যদের একাংশ ও যুব রেডক্রিসেন্ট সদস্য/সদস্যারা এবং দুুুর্গম চরের স্থানীয় মানুষদের অনেক উপস্থিত ছিলেন ।